Egra News: এগরা হাসপাতালে শিশুর মৃত্যু, ধুন্ধুমার উত্তেজনা! হাসপাতালের কর্মরত পুলিশ ও সিকিউরিটি গার্ডকে মারধর রোগীর আত্মীয়দের

এগরা হাসপাতালে শিশুর মৃত্যু, ধুন্ধুমার উত্তেজনা।হাসপাতালের কর্মরত পুলিশ ও সিকিউরিটি গার্ডকে মারধর রোগীর আত্মীয়দের।এলাকায় এগরা থানার পুলিশ।পূর্ব মেদিনীপুরের এগরা মহকুমা হাসপাতালে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ডাক্তারের গাফিলতির অভিযোগ তুলে মৃত শিশুর পরিবারের লোকেরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় এবং কর্তব্যরত পুলিশ কর্মী ও সিকিউরিটি গার্ডকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ও ওঠে।জানা গেছে, ৭ দিন আগে আলংগিরি এলাকার বাসিন্দা তপন প্রধান তাঁর অসুস্থ ছেলেকে এগরা হাসপাতালে ভর্তি করেন। এদিন সকালে শিশুটির মৃত্যু হয়। এরপরই পরিবারের সদস্যরা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতির অভিযোগে সরব হন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভ চলাকালীন হাসপাতালে কর্তব্যরত এক পুলিশ কর্মীর সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই উত্তেজিত জনতা ওই পুলিশ কর্মীকে ধরে বেধড়ক মারধর করে। একই সঙ্গে হাসপাতালের সিকিউরিটি গার্ডকেও মারধর করা হয় বলে অভিযোগ।এই ঘটনার খবর পেয়ে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে । পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালের সুপার জানান সমগ্ৰ ঘটনায় একটি তদন্ত কমিটি করে অভিযোগ খতিয়ে দেখা হবে।

More From Author

দিঘার ঝাউবনে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির দেহ উদ্ধার

ভাতা খয়রাত, উন্নয়ন, কর্মসংস্থান ও নাগরিক সমাজ প্রসঙ্গে আলোকপাত।<br>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *