দীপাবলী ও শ্যামাপূজা বহু প্রাচীন সনাতনী প্রথা। যা গভীর তাৎপর্য্যপূর্ণ

এবার কাঁথি শহরে শ্যামাপূজা মূলত বাহ্যিক আড়ম্বর সর্বস্ব এবং একটা রাজনৈতিক আধিপত্যবাদের প্রকাশ যে ঘটেছে তা সচেতন নাগরিকের বুঝতে অসুবিধা হয়নি। যেখানে প্রশাসনের বাধ্য অবস্থান স্পষ্ট করে বৈকি। গানের আসরে শ্যামা সংগীতের দেখা মিলেছে বিক্ষিপ্ত। পরিবর্তে ডি জে সহকারে উৎকট উলঙ্গ সংগীতের কামড়াকামড়ি, শব্দঝংকার ও বিচিত্র পোষাকের দৈহিক কারুকার্য।
তুলনামূলক গ্রামাঞ্চলে বা আধা শহরতলির শ্যামাপূজা অনেক বেশী শ্রদ্ধা ও আন্তরিকতার ছাপ রেখেছে। বেজেছে পান্নালাল ভট্টাচার্য ও ধনঞ্জয় ভট্টাচার্য -এর মত শ্যামাসংগীতের দিকপাল শিল্পীর কন্ঠের গান।

More From Author

সনাতন হিন্দু সমাজ সংস্কৃতির অবক্ষয়ের কারণ বিশ্লেষণ

পেটুয়া বন্দরে মৎস্যজীবির আকস্মিক নিখোজ হওয়া খুন না দুর্ঘটনা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *