ভাইফোঁটার সাথে সাথে ম্যানগ্রোভকে ভাই ফোঁটা দিয়ে বৃক্ষ রোপন করলেন বিশিষ্ট শিক্ষক ও সমাজ কর্মী।

প্রতিবছর অসময়ে প্রাকৃতিক দুর্যোগ যেন পিছু ছাড়ছে না, একের পর এক প্রাকৃতিক ধ্বংস করে ফেলার জন্য প্রকৃতিও তার নিজের আয়ত্তে আর থাকতে পারছেন না,
বারে বারে প্রাকৃতিক এ বিরক্ত ও বিড়ম্বনায় পড়ছে ,, সে কারণে কখনো সময় রোধ অসময়ে বৃষ্টি অসময়ে ঠান্ডা গরম লেগেই রয়েছে,, এ সমাজের শিক্ষিত ও অশিক্ষিত মানুষের একটি দল, বৃক্ষ ছেদন করেই চলেছে।
তাই সমুদ্রর ঢেউ কে বা নদীর ঢেউকে যদি আটকাতে হয় তাহলে সমুদ্র তটে ম্যানগ্রোভ গাছ লাগানোর কতটা জরুরি রয়েছে তা নদী এবং সমুদ্রপাড়ের মানুষেরা তা ভালোভাবেই বোঝেন।
তাই এ বছর ভাইফোঁটার সাথে সাথে ম্যানগ্রোভকে ভাই ফোঁটা দিয়ে রোপন করলেন বিশিষ্ট শিক্ষক ও সমাজ কর্মী শ্যামল জানা।
তিনি শুধু এই বৃক্ষরোপণে থেমে থাকেননি আগামী দিনে পাঁচ হাজার বট বৃক্ষ রোপনের অঙ্গীকারবদ্ধ যেমন কথা তেমন কাজ লক্ষ্যে পৌঁছাতে হয়তো আর বেশি দিন দেরি নেই।

তবে এই শিক্ষক সমাজকর্মী শ্যামল জানা বাড়িতে রয়েছে নানা সামাজিক সেবা কর্মের আয়োজন,
শিক্ষক শ্যামল জানা মানুষের সেবা করা বা বৃক্ষরোপনের ক্ষেত্রে তিনি কোন বাধাই মানেন না। তার সমাজ মাধ্যমে তিনি বারংবার জানিয়েছেন এবারেও তিনি, তার প্রমান রাখলেন আজকের এই শুভ দিনে যাতে বৃক্ষ ছেদন না হয় এবং বৃক্ষ রোপনের তিনি যে বিশ্বাসী তা ম্যানগ্রোভকে ভাইফোঁটা দিয়ে আবার প্রমাণিত করলেন।

More From Author

পেটুয়া বন্দরে মৎস্যজীবির আকস্মিক নিখোজ হওয়া খুন না দুর্ঘটনা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *