এবার কাঁথি শহরে শ্যামাপূজা মূলত বাহ্যিক আড়ম্বর সর্বস্ব এবং একটা রাজনৈতিক আধিপত্যবাদের প্রকাশ যে ঘটেছে তা সচেতন নাগরিকের বুঝতে অসুবিধা হয়নি। যেখানে প্রশাসনের বাধ্য অবস্থান স্পষ্ট করে বৈকি। গানের আসরে শ্যামা সংগীতের দেখা মিলেছে বিক্ষিপ্ত। পরিবর্তে ডি জে সহকারে উৎকট উলঙ্গ সংগীতের কামড়াকামড়ি, শব্দঝংকার ও বিচিত্র পোষাকের দৈহিক কারুকার্য।
তুলনামূলক গ্রামাঞ্চলে বা আধা শহরতলির শ্যামাপূজা অনেক বেশী শ্রদ্ধা ও আন্তরিকতার ছাপ রেখেছে। বেজেছে পান্নালাল ভট্টাচার্য ও ধনঞ্জয় ভট্টাচার্য -এর মত শ্যামাসংগীতের দিকপাল শিল্পীর কন্ঠের গান।
