দিঘার ঝাউবনে অজ্ঞাত পরিচয় ব্যাক্তির দেহ উদ্ধার

প্রসূন করণ, দিঘা: বুধবার সকালে মাঝবয়সী এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল দিঘা থানার ওশিয়ানার ঝাউবনে। মৃতদেহের পাশ থেকে এগরা থানার পানিপারুল এলাকার একটি কাপড়ের দোকানের ব্যাগ উদ্ধার হয়েছে। তাতে বেশ কিছু কাপড়চোপড় এবং কীটনাশক ছিল বলে জানা গেছে। বিষক্রিয়ায় ব্যক্তির মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। দিঘা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রুজু হয়েছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা। নিহতের নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।

More From Author

পরীক্ষামূলক শাসন ব্যবস্থা সফল ও সার্থক প্রয়াস।

Egra News: এগরা হাসপাতালে শিশুর মৃত্যু, ধুন্ধুমার উত্তেজনা! হাসপাতালের কর্মরত পুলিশ ও সিকিউরিটি গার্ডকে মারধর রোগীর আত্মীয়দের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *